Myth or Reality?

The Truth About Passive Income

এই মুহূর্তে অনলাইন দুনিয়ার সবচাইতে ইন্টারেস্টিং টপিক প্যাসিভ ইনকাম। এর বাস্তবতা, সম্ভাব্যতা, স্ক্যামিং সহ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতে একটি অনলাইন ওয়েবিনারের আয়োজন করছি। আমার ১৫ বছরের ক্যারিয়ারে অনলাইন ইনকাম বা প্যাসিভ ইনকাম নিয়ে যত অভিজ্ঞতা হয়েছে, সেসবের খুঁটিনাটি নিয়ে কথা বলবো এই ওয়েবিনারে।

দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড

ওয়েবিনারের প্রধান আলোচ্য বিষয়বস্তু

নর্থ আমেরিকা তথা ইউএস, কানাডা মেক মানি অনলাইন বা প্যাসিভ ইনকামের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। তারপরেও আমেরিকায় বসবাসরত মানুষের মাঝে এটা নিয়ে যে পরিমাণ ভুল ধারনা রয়েছে সেটা বেশ লক্ষ্যনীয়।
যে সকল মানুষ অনলাইন ইনকাম বা প্যাসিভ ইনকাম করতে চায়, তাদের এর মিথ এবং বাস্তবতাগুলো সঠিক ভাবে জানা জরুরি। যাতে ইনকামের নামে কেও স্ক্যামের শিকার না হয়।

এই ওয়েবিনারে থেকে আপনি যা জানতে পারেন-

উপরের প্রশ্নগুলো যদি আপনারও প্রশ্ন হয়ে থাকে তাহলে Passive Income নিয়ে এই অনলাইন ওয়েবিনারটি আপনার জন্য হতে পারে একটি বেস্ট ইনভেস্টমেন্ট।

অভিজ্ঞ স্পিকার

আমি আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশের প্রথম এবং একমাত্র IRS সার্টিফাইড একসেপটেন্স এজেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস কন্সাল্টেন্ট ফর লিগ্যাল ও পেমেন্ট স্ট্রাকচার এন্ড ক্রস বর্ডার ই-কমার্স এন্থুজিয়াস্ট।

১৫ বছরের ক্যারিয়ারে আমি বিভিন্ন ধরনের ইন্টারনেট ভিত্তিক প্রফেশন ও বিজনেস যেমন ই-কমার্স, এফিলিয়েট মার্কেটিং, সহ বিভিন্ন অনলাইন ইনভেস্টমেন্ট এর সাথে জড়িত।
IRS CAA হিসেবে লিগ্যাল ও পেমেন্ট স্ট্রাকচার নিয়ে প্রচুর মানুষকে পরামর্শ ও সেবা দেওয়ার সময়, প্যাসিভ ইনকাম নিয়ে তাদের বিভিন্ন অভিজ্ঞতা জানার সুযোগ হয়েছে।

গত কয়েক বছরে ব্যবসার প্রয়োজনে আমেরিকা যাওয়া আসার দরুন, যেখানেই গিয়েছি সবার সাথে ইন্টারনেট ভিত্তিক ইনকামের সম্ভাবনা ও বাস্তবতা নিয়ে আলোচনা করেছি।
ফলশ্রুতিতে কোন ধরনের ইন্টারনেট বিজনেস কাজ করে আর কোনটা কাজ করার সম্ভাবনা কম বা একদমই নেই, সেটা আমি সহজেই বুঝতে পারি।

আব্দুল্লাহ আল মামুন

লিড কনসালটেন্ট - বিজনেস গ্লোবালাইজার

কেন আপনি এই প্রোগ্রামে জয়েন করবেন?

প্রতি বছর কয়েক মিলিয়ন মানুষ বিভিন্ন কোর্স, ওয়ার্কশপ, ওয়েবিনার ও ই বুকের পিছনে প্রায় বিলিয়ন ডলার খরচ করে। দুঃখজনক ব্যাপার হলো, তাদের একটা বড় অংশ প্যাসিভ ইনকামের নামে স্ক্যামের স্বীকার হন।

কারন অনলাইনে ইনকাম আর প্যাসিভ ইনকাম যে এক জিনিস নয়, সেটা অনেকেই বুঝতে পারেন না। অতি চমকপ্রদ বিজ্ঞাপনের কারনে  আমরা সাধারন লজিকগুলো ভুলে নানা ফাঁদে পরি। বিভিন্ন কোর্সে জয়েন করা  ৯৫%-৯৮% মানুষই ফেইল করে এবং একটা ব্যাড লুপের ভিতর ঘুরতে থাকে। 

এই প্রোগ্রামে জয়েন করে আপনি অনলাইন ইনকাম বা প্যাসিভ ইনকামের বাস্তবতা, সম্ভাব্যতা, স্ক্যামিং সহ সকল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। যাতে অনলাইন ইনকামের নামে আপনাকে স্ক্যামের শিকার না হতে হয়। 

কাদের জন্য এই ওয়েবিনার?

এখনই আপনার আসনটি রিজার্ভ করুন

আসন সংখ্যা সীমিত! যেহেতু সিট সংখ্যা লিমিটেড তাই দেরি না করে আজই আপনার সিটটি কনফার্ম করে ফেলুন।

ওয়েবিনার সময়সূচী ও টিকেটের মুল্য

১৩ সেপ্টেম্বর

শুক্রবার

১০.০০ AM

নিউ ইয়র্ক সময়

৮.০০ PM

বাংলাদেশ সময়

অনলাইন ওয়েবিনার
$25 $4.99

প্যাসিভ ইনকামের আদ্যোপান্ত জানার পাশাপাশি আপনি যা পাচ্ছেন-

১৫মিঃ ১:১ কনসালটেশন

প্যাসিভ ইনকাম নিয়ে আমাদের অভিজ্ঞ টিমের সাথে ১৫মিঃ ১:১ কনসালটেশনের সুযোগ পাচ্ছেন।।

সরাসরি প্রশ্ন-উত্তর/ সমস্যা সমাধান

ওয়েবিনার শেষে স্পিকারের সাথে সরাসরি আপনার সমস্যা বা জিজ্ঞাসা নিয়ে কথা বলতে পারবেন।

সার্টিফিকেট

ওয়েবিনারে অংশগ্রহণকারী প্রত্যেকে একটি ডিজিটাল সার্টিফিকেট পাবেন।

আপকামিং প্রোগ্রাম সমূহ

ই-কমার্স মার্কেটপ্লেস

Amazon, Walmart, eBay বা অন্য অনলাইন মার্কেটপ্লেসে ই-কমার্স ব্যবসা চালু করার পরিকল্পনা করছেন? ড্রপশিপিং, পাইকারি বিক্রয়, অনলাইন আর্বিট্রেজ বা অন্যান্য ব্যবসায়িক কৌশলের মাধ্যমে আপনার Amazon, Walmart বা eBay স্টোর চালু করতে চাচ্ছেন?